Derailment of toy train
#লাইনচ্যুত হল টয়ট্রেনের ইঞ্জিন। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে কার্শিয়াঙের মহানদী পঞ্চায়েত অফিসের কাছে।যদিও এই ঘটনায় কেউ জখম হয়নি বলে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে সূত্রে জানা গিয়েছে। টয় ট্রেন লাইনচ্যুত হওয়ার খবর পেয়ে রেল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে টয়ট্রেনের ইঞ্জিনটিকে ফের লাইনে ওঠায়, ইঞ্জিন দুটি কোচ কে নিয়ে দার্জিলিং থেকে শিলিগুড়ি অভিমুখে যাচ্ছিল। রেল সূত্রে জানা গিয়েছে দুটি কোচে মোট 6 জন পর্যটক ছিলেন। টয় ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার পর পর্যটকদেরকে একটি বিশেষ গাড়িতে সড়কপথে শিলিগুড়িতে পৌঁছে দেওয়া হয়। (Collected)